নত হয়ে আর নয়।
- সাজিদুল ইসলাম

ভয়ের কাছে মাথা নত হয়ে আর নয়,
মিথ্যাকে বর্জন করে এগোতে এবার জয়।
কত আর দাসত্ব মিছামিচির তরে,
আগুনের কুণ্ডলীতে পুড়তেছি সারা জীবন ধরে।
হিংস দুশমনের মত কর্ণধার হয়ে এটা তোমার লক্ষ্য,
শুনো দিন আর বেশি নাই তুমি হবে অতি ক্ষুদ্র।
এমন লাল সাহেবের নিক্ষেপ করলে আগুনের কুণ্ডলে,
গোলামিতে বাধলে আমাদের, বল সম্মানজনক, যেটা দিয়ে জীবন কাঁদালে।
ভয়ে ভয়ে দুর্বল করে রাখলে,
শোন সত্য এসেছে সামনে মরবো আর মরলে।
বন্ধুর মত হয়ে সৃষ্টি করলে শত্রুর পথ,
বুঝলে না তুমি ভুল পথে কথ বিপদ।


১৬-১১-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৭-১১-২০২৩ ০০:৪০ মিঃ

বেশ লিখেছেন কবি।

সাজিদুল ইসলাম
১৭-১১-২০২৩ ১১:৫৫ মিঃ

ধন্যবাদ আপনাকে।